টেস্ট থেকে অবসরের পর পরিবারসহ বৃন্দাবনে দেখা গেল বিরাট কোহলিকে

বছর খানেক ধরেই ধর্মে মতি বিরাট-আনুষ্কার। তারকাদম্পতদিকে কখনও লন্ডনের ইসকন মন্দিরে ঈশ্বরের নামসংকীর্তন করতে দেখা গিয়েছে তো কখনও বা আবার বারাণসির মন্দিরে ভক্তিভরে পুজো দিতে দেখা গিয়েছে তাদের। আর সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ছুটে গেলেন বৃন্দাবনে। পরনে শ্বেতশুভ্র পোশাক। চোখেমুখে আধ্যাত্মিকতার আবেশ। প্রেমানন্দ মহারাজের দরবারে আশীর্বাদ নিতে দেখা গেল বিরুষ্কাকে। 

দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্রিকেটকে সোমবারই ‘আলবিদা’ জানিয়েছেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই কিং কোহলির অবসরের ঘোষণায় অশ্রুসজল আসমুদ্রহিমাচলের ক্রিকেট ভক্তরা। বিরাটের ‘বিরাট ঘোষণা’য় যখন সবে সামলে উঠতে শুরু করেছেন অনুরাগীরা, তখন বিরুষ্কা ছুটে গেলেন বৃন্দাবনে। মঙ্গলবার সাত সকালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, গাড়িতে শুভ্রবসনে বসে রয়েছেন দম্পতি। উভয়ের মুখেই মাস্ক।

তবে পাপারাজিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না। বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন তারা প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। প্রেমানন্দজির দরবারে হাঁটু মুড়ে বসে একমনে প্রার্থনা করতে দেখা গেল বিরাট-আনুষ্কাকে। আরেকটি ফ্রেমে ধরা পড়ল অভিনেত্রীর ছলছল চোখ। আশীর্বাদস্বরূপ হলুদ উত্তরীয় প্রাপ্তিও হয়েছে আনুষ্কার।

এই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের দরবারে গিয়েছেন বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা। গত জানুয়ারি মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে গুরুর শরণাপন্ন হয়েছিলেন তারা। সেবারও বৃন্দাবনে মহারাজের আশ্রম থেকে ভাইরাল হয়েছিল তাদের ছবি। সেখানে ‘দেশসেবক’-এর আখ্যাও পান কিং কোহলি। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরও প্রেমানন্দজির থেকে আশীর্বাদ নিলেন বিরাট কোহলি।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা May 14, 2025
img
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর May 14, 2025
img
এখন দেশে সবুজ কারখানার সংখ্যা ২৪৩টি May 14, 2025
img
লক্ষ্মীপুরে মাদরাসায় মিলল ছাত্রের মরদেহ, পরিবারের অভিযোগ হত্যা May 14, 2025
img
ডিএনসিসির অভিযানে রিকশা ভাঙার ক্ষতিপূরণ দেবেন প্রশাসক May 14, 2025
img
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক তৌফিক আলম May 14, 2025
img
পররাষ্ট্র সচিব পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের May 14, 2025
img
পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়ার চেষ্টা করব : রিজওয়ানা হাসান May 14, 2025
মমতাজের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল May 13, 2025
আওয়ামী লীগের সঙ্গে নেতা–কর্মীরাও নিষেধাজ্ঞার আওতায় | টাইমস ফ্ল্যাশ | ১৩ মে, ২০২৫ May 13, 2025