ভারতে বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ১৪ জনের

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে পাঁচজনকে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, পাঞ্জাবের অমৃতসরের পাঁচটি গ্রামে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভেজাল মদ পানে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা জটিল।

বিষাক্ত মদ পানে মৃত্যুর এসব ঘটনা ঘটেছে অমৃতসরের ভাংগালি, পাতালপুরি, মারারি কালাঁ, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান—এই পাঁচটি গ্রামে।

অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানিয়েছেন, ১৪ জনের মৃত্যু হয়েছে এবং জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

এসএম/এসএন

Share this news on: