বয়স যার কাছে একটা সংখ্যা মাত্র, তিনি রেখা। চিরসবুজই নন, বলিউডের এক রহস্যময়ী নায়িকা। তার অনবদ্য অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করে রেখেছেন তিনি। তার ক্যারিয়ার সর্বত্র যেমন চর্চিত, তেমনই তালিকা থেকে বাদ পড়ে না তার ব্যক্তি জীবনের নানা সম্পর্কের সমীকরণ।
রহস্যময় ব্যক্তিগত জীবন ও প্রেমের গুঞ্জনের কারণেও তিনি বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন। তবে খুব কম মানুষ জানেন, রেখার জীবনে নাকি একসময় এসেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বর্তমান রাজনীতিবিদ ইমরান খান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে একটি পুরনো প্রতিবেদনের ছবি। ১৯৮৫ সালের স্টার রিপোর্টে দাবি করা হয়েছিল, রেখা ও ইমরান খান নাকি বিয়ে করতে চেয়েছিলেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইমরান খান দীর্ঘ সময় মুম্বাইয়ে কাটিয়েছিলেন এবং সে সময় তাঁকে প্রায়ই রেখার সঙ্গে সমুদ্রসৈকতে দেখা যেত। দুজনের সম্পর্ক নাকি ছিল বেশ ঘনিষ্ঠ।
সেখানে আরো উল্লেখ করা হয়, দুজনেই নাকি গোপনে প্রেম করতেন। সম্পর্কের জল নাকি গড়িয়েছিল বহুদূর।এমনকি তাঁদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন, এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে।
তবে এই প্রসঙ্গে ইমরান খানের এক পুরনো মন্তব্য নতুন করে সবাইকে ভাবতে বাধ্য করেছিল। তিনি একবার বলেছিলেন, অভিনেত্রীদের সঙ্গ তিনি উপভোগ করেন, তবে তা স্বল্প সময়ের জন্য। আমি কিছুদিন তাঁদের সঙ্গে সময় কাটাই। অভিনেত্রীকে বিয়ে করার কথা আমি কখনো ভাবতেই পারি না।
যদিও এই প্রেমের জল্পনা ঠিক কতটা সত্যি, তা নিয়ে কখনো রেখা বা ইমরান কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে আশির দশকে এই গুজব বলিউড ও ক্রীড়াজগতের অন্যতম গসিপ হয়ে দাঁড়িয়েছিল। সময় বদলেছে, জীবনও এগিয়েছে দুজনের। রেখা আজও রহস্যময়ী, আর ইমরান খান রাজনীতির মঞ্চে আলোচিত এক নাম। তবু পুরনো এই প্রেমের গুঞ্জন প্রমাণ করে, কিছু সম্পর্কের রেশ কখনো পুরোপুরি মুছে যায় না।
এমআর/টিএ