বিদ্যা সিনহা ও তার স্বামী সনি পোদ্দার একত্রে ঘুরে বেড়ান দেশ-বিদেশ, পাহাড়-সাগর, শহর-বন্দর। চিত্রনায়িকা হিসেবে লাইট-ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করতে হয় মিমকে। এর বাইরে শুভেচ্ছাদূত তিনি ১৫টিরও বেশি প্রতিষ্ঠানের। ফটোশুট, মডেলিং—এই ব্যস্ত সময়ের মধ্যে একটু সুযোগ পেলেই দুজন উড়াল দেন।
কখনো সমুদ্রতটে, কখনো পাহাড়চূড়ায়, কখনো বা সুইমিংপুলে।স্বামীকে নিয়ে নানা সময়ই উচ্ছ্বাস প্রকাশ করেন মিম। তবে আজ একটু অন্য রকম বিশেষণে বিশেষায়িত করলেন। সনি পোদ্দারকে নিয়ে বললেন, ‘তোমার সাথে থাকা প্রতিটি মুহূর্ত জাদুর।
দুজনের দুটি একত্রে থাকা ছবি দিয়েছেন। এরপর জুড়ে দিয়েছেন এই ক্যাপশন। স্বাভাবিকভাবেই বোঝা যায় দুজনের দাম্পত্য জীবন খুবই চমৎকার কাটছে। নেটিজেনরাও দুজনের আনন্দময় মুহূর্তকে উপভোগ করছেন।
একজন লিখেছেন, ‘আপু এবং ভাইয়া খুব চমৎকার সবার জন্য দাওয়াত রইল।’
আরেকজন লিখেছেন, ‘অনেক সুন্দর মুহূর্ত!’ অজস্রজন জানিয়েছেন শুভেচ্ছা ও শুভ কামনা।
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর থেকে ছোট ও বড় পর্দায় কাজ করে নিজেকে জনপ্রিয় করে তোলেন। তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন মিম।
এমআর/টিএ