আওয়ামী লীগের কুলখানি সজীব ওয়াজেদ জয়ের হাতেই: পিনাকী

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (USCIS)-এর ২৬৭৫ প্রসপারিটি অ্যাভিনিউ কার্যালয়ে নাগরিকত্ব গ্রহণের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রায় ৩০–৩৫ জন অভিবাসী। গত শনিবার (১০ মে) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে যখন অংশগ্রহণকারীদের নাম দেশ অনুযায়ী ডাকা হচ্ছিল, তখন বাংলাদেশি অংশে তিনজন দাঁড়ান। এই সময় সেখানে উপস্থিত প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য দাবি করেন, ওই তিনজনের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, “সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তিনি এখন যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষার শপথ নিয়েছেন।” তিনি আরও দাবি করেন, “যারা রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে, তাদের একজন প্রধান ব্যক্তি নিজেই এখন সেই দেশের নাগরিকত্ব নিলেন—এটি একটি দ্বিচারিতা।”


এসএস/টিএ

Share this news on: