আইভীকে গ্রেফতারে বাধা, ২৫২ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা দেওয়া ও পুলিশকে লক্ষ্য করে হামলার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার ভিত্তিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ মে) রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন মৃধা বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন বলে জানান পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন। তিনি বলেন, মামলার তিনজন আসামিকে ওই দিন রাতেই গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—মো. হানিফ (৫০), তার ছেলে জান্নাতুল ফেরদৌস জিসান (২১) ও চাচাতো ভাই শওকত মিথুন (৩৬)। তারা নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগরের বাসিন্দা।

গ্রেফতার জিসানের চাচা হাবিবুর রহমান বলেন, ‘রাত পৌনে ১টার দিকে বাসায় আসে সদর মডেল থানা পুলিশ। কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই তারা বাসায় ঢুকে তল্লাশি করতে শুরু করে। পরে জিসান ও তার বাবার নামে মামলা আছে বলে থানায় নিয়ে চলে যায়। কিন্তু কী মামলা সেইটা আমাদের বলে নাই। সকালে আমরা জানতে পারি আইভীকে গ্রেফতারে বাধার ঘটনায় মামলা। কিন্তু অভিযানের রাতে জিসান বা তার বাবা ওই এলাকাতে (দেওভোগ) যায়নি। আমাদের বাসা থেকে দেওভোগ তো কয়েক কিলোমিটার দূরে।

গ্রেফতার শওকত মিথুনের বড়ভাই শাহাদাত হোসেন মামুন বলেন, ঘটনার রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জ ফিরছিল মিথুন। অনেক রাতে সে বাড়িতে ফেরে। ঘটনার সময় সে ছিলই না। কিন্তু গতরাতে পুলিশ মিথুনের সঙ্গে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও গ্রেফতার করতে চেয়েছিল। পরে আমরা অনেক অনুরোধ করলে তারা তাকে রেখে যায় কিন্তু মিথুনকে ধরে নিয়ে যায়।

এ ছাড়া, পুলিশের দায়ের করা ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর পদবি উল্লেখ করে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করতে গেলে তার সমর্থকরা বাধা প্রদান করেন এবং সড়কে ট্রাক দিয়ে বালু ফেলে ও বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে রাতভর পুলিশকেও অবরুদ্ধ করে রাখা হয়। সকালে তাকে গ্রেফতার করে জেলা পুলিশ সুপার কার্যালয়ের দিকে নেওয়ার পথে বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড়ে আইভীর সমর্থক, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করেন। পরে তারা আইভীকে বহনকারী পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে পুলিশের তিনজন সদস্য আহত হন বলেও উল্লেখ করা হয়েছে মামলায়।

গত ৮ মে রাতে আইভীকে গ্রেফতার করতে নগরীর দেওভোগে তার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ গেলে তার সমর্থক ও স্থানীয় এলাকাবাসী বাধা দেন। আইভীও ‘রাতের আঁধারে’ কোথাও যাবেন না বলে জানান। পরে সকালে স্বেচ্ছায় গাড়িতে ওঠেন তিনি। তাকে নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় কালিরবাজার মোড়ে পুলিশের গাড়িবহরে হামলা করা হয়। এতে পুলিশসহ আইভীর বেশ কয়েকজন সমর্থক আহত হন।

প্রত্যক্ষদর্শী একাধিক সাংবাদিক জানান, মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আইভীকে বহন করা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। ওই সময় ককটেল বিস্ফোরণও ঘটে।

ঘটনার সময় ধারণ করা ভিডিওতে হামলাকারীদের মধ্যে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মীকে দেখা যায়। পরে তারা বঙ্গবন্ধু সড়কে ‘আওয়ামী লীগ ও আইভীর’ বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলও করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার বলেন, সাবেক মেয়রকে গ্রেফতার করতে গেলে পুলিশ বাধার সম্মুখীন হন। কিন্তু রাতভর পুলিশ খুবই ধৈর্যের সঙ্গে সেখানে অবস্থান করে এবং সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। গ্রেফতারের অভিযানে বাধা দেওয়ার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ঘটনার সময়ের সাক্ষ্য-প্রমাণ, ইন্টেলিজেন্স তথ্য ও সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে আসামিদের শনাক্ত করে মামলায় এজাহারভুক্ত করা হয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী বলেন, আমরা ৫ আগস্টের আগে এই ধরনের ঘটনা দেখতাম। তখন অজ্ঞাত মামলায়ও মানুষকে গ্রেফতার করা হতো। এইখানে যদি বাবা আওয়ামী লীগ করে থাকে, তাহলে তো তার দোষে তার ছেলেকে ধরে নিয়ে যেতে পারে না পুলিশ। যে অন্যায়কারী তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ তাকে গ্রেফতার করতে হবে। এই ধরনের প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। কেননা আইনে বলা আছে, একজন নিরপরাধও যেন হয়রানি না হয়।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সেকুলার ও ধর্মীয় ফ্যাসিবাদ পরাস্ত করেই জাতির মুক্তি সম্ভব: ফরহাদ মজহার May 15, 2025
img
জ্বলে উঠতে পারলেন না মেসি, জেতা হলোনা মায়ামির May 15, 2025
মাহফুজের গায়ে বোতল ছোড়ার ঘটনায় হতাশ আসিফ মাহমুদ May 15, 2025
তথ্য উপদেষ্টার বোতল কান্ডে এনসিপি নেতাদের হুশিয়ারি | May 15, 2025
img
মঙ্গলে মানুষের চোখে দেখা যায় এমন মেরুজ্যোতি শনাক্ত করল নাসার রোভার May 15, 2025
img
রাজধানী থেকে গ্রেফতার ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন May 15, 2025
img
আইপিএল খেলতে এনওসি চাইলেন মুস্তাফিজ, সিদ্ধান্ত এখন বিসিবির May 15, 2025
img
ঢাকার সবুজায়নে ১ জুন থেকে বৃক্ষরোপণ শুরু May 15, 2025
img
পদত্যাগ করে বললেন, ‘কখনো আওয়ামী লীগের নাম মুখে নেবো না’ May 15, 2025
img
আইপিএলে ফিরছেন না যেসব তারকারা May 15, 2025