ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, যুবক গ্রেফতার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, আরও একটি সম্পত্তি এবং একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ বছর বয়সী ওই যুবককে জীবননাশের উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে মঙ্গলবার আটক করা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, স্টারমার লেবার পার্টির নেতা হিসেবে ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইস্লিংটনের ওই ফ্ল্যাটে বাস করতেন তিনি। প্রধানমন্ত্রীর বাড়ি ও সম্পত্তিতে আগুনের ঘটনার কারণে বিষয়টি তদন্ত করে দেখছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের কর্মকর্তারা।

স্টারমারের মুখপাত্র এক বিবৃতিতে সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি সেবা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। সূত্র: রয়টার্স, বিবিসি

আরএ

Share this news on: