ফেসবুক লাইভেই গুলিবর্ষণে প্রাণ গেল মেয়র প্রার্থীর

মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভ চলাকালে গুলিবর্ষণে নিহত হয়েছেন মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেস। এই মর্মান্তিক হামলায় আরও তিনজন নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

রবিবার রাতে ভেরাক্রুজের টেক্সিস্তেপেক শহরে অনুষ্ঠিত মিছিলটি উৎসবমুখর পরিবেশে শুরু হলেও কিছুক্ষণ পরই তা রূপ নেয় আতঙ্কে। সিএনএনের খবরে বলা হয়, গুতিয়েরেস সমর্থকদের সঙ্গে রাস্তায় হাঁটছিলেন এবং স্থানীয়দের শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ সময় ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার চলাকালে ক্যামেরার বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়। ভিডিওতে প্রায় ২০টি গুলির শব্দ ধরা পড়ে। ঘটনার সেই ভিডিও এখনো গুতিয়েরেসের ফেসবুক পেজে দৃশ্যমান।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি বলেন, হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল অফিসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ক্ষমতাসীন দল মোরেনার সদস্য গুতিয়েরেস ছাড়াও আরও তিনজন রয়েছেন। আহত হয়েছেন তিনজন। তদন্ত চলমান রয়েছে এবং দায়ীদের খুঁজে বের করে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।

ভেরাক্রুজের গভর্নর রোসিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘কোনো পদ বা দপ্তরের মূল্য একটি প্রাণের চেয়ে বেশি হতে পারে না। আমরা টেক্সিস্তেপেকে মোরেনা প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর চালানো কাপুরুষোচিত হামলার দায়ীদের শনাক্ত করব।’

উল্লেখ্য, মেক্সিকোতে নির্বাচনী মৌসুমে রাজনৈতিক প্রার্থীদের ওপর সহিংসতা প্রায়শই ঘটে থাকে। মানবাধিকার সংগঠন ‘ডেটা সিভিকা’ জানিয়েছে, গত বছর দেশটিতে রাজনৈতিক সহিংসতার রেকর্ডসংখ্যক ৬৬১টি ঘটনা ঘটেছে, যার বেশির ভাগই স্থানীয় পর্যায়ের প্রার্থীদের বিরুদ্ধে।

২০২৪ সালের মে মাসেই গুয়েরেরো রাজ্যে এক নির্বাচনী সভায় মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনাটিও ভিডিওতে ধরা পড়ে। এর কয়েকদিন পর মিচোয়াকান রাজ্যে এক মেয়র তাঁর দেহরক্ষীর সঙ্গে গুলিতে নিহত হন। গত বছরের অক্টোবরে গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় খুন হন। সূত্র: সিএনএন

আরএ

Share this news on:

সর্বশেষ

img
‘জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান পরিবর্তন হয়নি’ May 14, 2025
img
কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা May 14, 2025
img
মার্ক ক্র্যানির মন্ত্রিসভায় নতুন পররাষ্ট্রমন্ত্রী, কে এই অনিতা আনন্দ? May 14, 2025
img
নতুন মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সাবেক ৭ এমপি-মন্ত্রী May 14, 2025
img
যমুনা অভিমুখে লং মার্চে জবি শিক্ষার্থীরা May 14, 2025
img
সমালোচনার পরও ‘জুয়েল থিফ’ এর সর্বোচ্চ ভিউ’র রেকর্ড May 14, 2025
img
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ May 14, 2025
img
মিষ্টি জান্নাতকে ‘জায়েদ খানের লেডিস ভার্সন’ আখ্যা দিলেন নেটিজেনরা May 14, 2025
img
দুই দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম May 14, 2025
আওয়ামী লীগ নিয়ে আলোচনা মানেই “প্রচার”? May 14, 2025