ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার আব্দুল কাদেরের জমি-ফ্ল্যাট ক্রোকের আদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আব্দুল কাদেরের ৭ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৯৫৯ টাকা মূল্যের জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন উপপরিচালক মাহবুবুল আলম।

ক্রোক আদেশ দেওয়া সম্পদের মধ্যে রয়েছে– রাজধানীর মুগদা থানাধীন মান্ডায় ৪ দশমিক ৭ কাঠা জমি এবং ওই জমিতে নির্মিত ১০ তলা ভবনে বিনিয়োগ করা ৫ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫৯ টাকার সম্পদ। এছাড়াও রয়েছে মান্ডায় ৪ দশমিক ৩২ শতাংশ জমি ও ৬ হাজার ৫৪০ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৯০০ টাকা।

আবেদনে উল্লেখ করা হয়, আব্দুল কাদের ক্ষমতার অপব্যবহার, ত্রাণের টাকা আত্মসাৎ, বদলি ও জনবল নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা দুদকে অনুসন্ধানাধীন।

জানা যায়, তিনি এসব সম্পদ অবৈধ উপায়ে হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন।

আরএম/টিএ


Share this news on: