সেনা সদর পরিদর্শন করলেন যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দল

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ (আরসিডিএস) প্রতিনিধি দল ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি।

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি প্রকাশ করা হয়।

সাক্ষাতকালে দুপক্ষের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এই সৌজন্য সাক্ষাৎ সামরিক কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, উক্ত প্রতিনিধি দলটি বাংলাদেশে তাদের কর্মসূচির অংশ হিসেবে সেনা সদর দপ্তর পরিদর্শন করেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ