চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে অংশ নিতে আজ বুধবার ক্যাম্পাসে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতিক, বিদুৎ ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূর জাহান বেগম ও ইউজিসি চেয়ারম্যান ড. এস. এম. এ. ফায়েজ।
সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন। সমাবর্তনের প্রাক্কলিত বাজেট প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৬ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ প্যান্ডেল, সাজ-সজ্জা ও আবাসন ব্যবস্থাপনা কার্যক্রমে।
আজ দুপুরের খাবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টার মধ্যে কুপন জমাপূর্বক সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট ও নির্দিষ্ট বুথ থেকে সংগ্রহ করতে হবে। অংশগ্রহণকারী সকলকে দুপুর ১টার মধ্যে অনুষ্ঠানের মূল প্যান্ডেলে প্রবেশ করতে হবে এবং অনুষ্ঠান শেষ হওয়ার আগে প্যান্ডেল ত্যাগ করা যাবে না। মূল অনুষ্ঠান দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে বিকেল চারটায়।
সমাবর্তন অনুষ্ঠানে ব্যাগ, ছাতা, ক্যামেরা, টেপরেকর্ডার বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।
আরএম/টিএ