সমালোচনার পরও ‘জুয়েল থিফ’ এর সর্বোচ্চ ভিউ’র রেকর্ড

সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াতের মতো দুই তুখোড় অভিনেতা থাকার পরেও সেভাবে সাড়া ফেলতে পারেনি ‘জুয়েল থিফ—দ্য হাইস্ট বিগিনস’ ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় কুকু গুলাটির সিনেমাটি। তাই দর্শকের আগ্রহও ছিল প্রবল। ছবির গানে জয়দীপের নাচ দেখেও চমকে গিয়েছিল দর্শক। তবে মুক্তির পর চিত্র একেবারে বিপরীত।

দর্শক-সমালোচক অধিকাংশের কাছ থেকেই মিলেছে নেতিবাচক প্রতিক্রিয়া।

অনেকেই বলেছেন, ছবিটি দেখা মানে সময় অপচয় করা। তবে সেসব সমালোচনার ভিড় ঠেলে ভিউতে চমকে দিয়েছে ‘জুয়েল থিফ’। ২০২৫ সালে নেটফ্লিক্সে সর্বোচ্চ ভিউর রেকর্ড গড়েছে ছবিটি।

মাত্র দুই সপ্তাহে এক কোটি ৬১ লাখেরও বেশিবার দেখা হয়েছে এটি। এর মধ্যে প্রথম সপ্তাহের ভিউ ৭৮ লাখ। দ্বিতীয় সপ্তাহে তা আরো বেড়েছে।

ধারণা করা হচ্ছে, নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেও অনেকে ছবিটি দেখার জন্য নেটফ্লিক্সে ভিড় করছে।

কেউ কেউ অবশ্য ছবিটিকে বিনোদনমূলক বলে মন্তব্য করেছেন।

বুদাপেস্ট, ইস্তানবুল ও মুম্বইয়ের পটভূমিকায় নির্মিত এই চমকপ্রদ ছবি বুদ্ধি, প্রতারণা ও অ্যাকশনের লড়াই। সাইফ ও জয়দীপের সঙ্গে ছবিতে আরো আছেন নিকিতা দত্ত, কুনাল কাপুর, গগন অরোরা, কুলভূষণ খরবান্দা প্রমুখ।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনার সমালোচনা করে হাসনাতের ফেসবুক পোস্ট May 14, 2025
img
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ May 14, 2025
img
ডায়াবেটিক রোগীরা যেভাবে আম খাবেন May 14, 2025
এক নাস্তিকের বিশ্ময়কর ঘটনা May 14, 2025
কেন আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন কারান জোহর? May 14, 2025
আফ্রিদির বিজয় মিছিল’ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা May 14, 2025
অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন মোদী May 14, 2025
img
সোশ্যাল মিডিয়ায় অনাকাঙ্ক্ষিত পোস্ট, নজরদারিতে প্রাথমিকের শিক্ষকরা May 14, 2025
বন্দর থেকে গ্রাম পর্যন্ত-প্রধান উপদেষ্টার ব্যতিক্রমী দিন! May 14, 2025
শেখ হাসিনার নির্দেশেই অগ্নিসংযোগ: চিফ প্রসিকিউটর May 14, 2025