এলাকার ছেলেদের বলতাম খেলায় নেও : তাসনুভা তিশা

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনুভা তিশা। ২০১৩ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করলেও অভিনয়ে নাম লেখান মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’ দিয়ে।

দর্শকপ্রিয়তা পেয়েছেন তার অভিনয় দক্ষতা দিয়ে, উপহার দিয়েছেন একের পর এক নাটক। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, ‘আমি কখনোই ক্রিকেট খেলা শিখিনি এখন শেখার চেষ্টা করবো কিন্তু আমার ব্যাটিং অনেক পছন্দ।’

‘কারণ আমি ছোট বেলা থেকেই খুব চাইতাম যখন এলাকার ছেলেরা খেলতো তাদের কাছে যেতাম আর বলতাম খেলায় নেও আমাকে তবে খেলায় নিতো না কারণ আমার ব্যাট ছিল না।’

কাজের ব্যস্ততার বিষয়ে তিশার ভাষ্য, ‘এখন কুরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে যাচ্ছি, শুটিং চলছে সামনে শুটিং আছে। এইতো কুরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত।’

তারপর বলেন, ‘বলিউডে আমার অনেক প্রিয় অভিনেতা-অভিনেত্রী আছেন। দীপিকা পাড়ুকোন কর্মাশিয়াল সিনেমার জন্য বেস্ট। রাধিকা আপ্তে আমার সব চেয়ে ফেভারিট। দীপিকার চেন্নাই এক্সপ্রেসের ডায়ালগগুলো বেশি মজা।’

আরএম/টিএ 


Share this news on:

সর্বশেষ