চাদে বিমান বিধ্বস্তে প্রাণহানি

মধ্য-আফ্রিকার দেশ চাদের দক্ষিণাঞ্চলীয় জাকুমা অঞ্চলে একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনায় ওই বিমানের পাইলট ও একজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, আফ্রিকান পার্কস নেটওয়ার্ক নামের একটি বেসরসকারি কোম্পানির পরিচালিত ওই বিমানটি দুই আসন বিশিষ্ট। চাদের দক্ষিণাঞ্চলের জাকুমা অঞ্চলের বনাঞ্চলে গণ্ডার পর্যবেক্ষণের সময় বুধবার সকালের দিকে সাভান্নাহ এস নামের বিমানটি বিধ্বস্ত হয়।এই দুর্ঘটনায় দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও বিমানের দক্ষিণ আফ্রিকান পাইলট নিহত হয়েছেন।
 
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে, বিমানটির দুই আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

তবে কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

এমআর/এসএন


Share this news on: