যুক্তরাষ্ট্র থেকে ২১০টি বিমান কিনবে কাতার

যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২১০টি বিমান কেনার চুক্তি করেছে কাতার এয়ারওয়েজ। বুধবার (১৪ মে) দোহায় স্বাক্ষরিত এ চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি—রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের জানান, চুক্তিটি মূলত ১৬০টি বিমানের জন্য, যার আনুমানিক মূল্য ২০০ বিলিয়ন ডলার। তবে হোয়াইট হাউস পরে জানায়, প্রকৃত সংখ্যা ২১০টি বিমান এবং চুক্তির আর্থিক পরিমাণ ৯৬ বিলিয়ন ডলার। এর অংশ হিসেবে এমকিউ-৯বি ড্রোনের জন্যও একটি ‘অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স’ চিঠি অন্তর্ভুক্ত ছিল।

এ সময় যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর হয়।

চুক্তির প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমির শেখ তামিম একজন অসাধারণ ব্যক্তি। আমরা একে অপরকে পছন্দ করি এবং আমি তার বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ।”

এই সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলের চার দিনের সফরের দ্বিতীয় ধাপ, যেখানে এর আগে তিনি সৌদি আরব সফর করেছেন। সফরের এক পর্যায়ে তিনি কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন—ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে এবং আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে। তিনি একে আখ্যা দিয়েছেন “মধ্যপ্রাচ্যে শান্তি আনার পথে ঐতিহাসিক এক পদক্ষেপ” এবং তার কাছে এটি “ব্যক্তিগতভাবে সম্মানের বিষয়”।

ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে বৃহস্পতিবার তার সফর শেষ করবেন বলে জানানো হয়েছে।


এসএস

Share this news on:

সর্বশেষ