মেক্সিকোতে হাইওয়েতে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল ২১ জনের

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মূলত সিমেন্টবোঝাই একটি ট্রাক রাস্তায় একটি ভ্যানকে ওভারটেক করতে গেলে একসাথে তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। দেশটির পুয়েবলা প্রদেশের স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সকালে কুয়াকনোপালান ও ওয়াহাকা শহরের মধ্যবর্তী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনায় ১৮ জন ঘটনাস্থলেই মারা যান এবং পরে হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি সোষ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান।

স্থানীয় সংবাদমাধ্যম লা হোর্নাদা জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে তিনটি যানবাহনের সংঘর্ষে— একটি সিমেন্টবোঝাই ট্রাক, একটি যাত্রীবাহী বাস এবং একটি ভ্যান।

প্রতিবেদনে বলা হয়, সিমেন্টবোঝাই ট্রাকটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে উল্টো লেনে চলে যায়, তখন এটি প্রথমে একটি বাসকে ধাক্কা দেয় এবং পরে সরাসরি একটি ট্রান্সপোর্ট ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি রাস্তা থেকে ছিটকে একটি গিরিখাতে পড়ে এবং এরপরই এটাতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

স্থানীয় এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, গিরিখাত থেকে ধোঁয়ার বিশাল কুন্ডলি আকাশে উঠছে এবং রাস্তার এক বড় অংশের রেলিং ভেঙে গেছে। যদিও এই ভিডিও যাচাই করেনি বিবিসি।

মূলত মেক্সিকোতে হাইওয়ে দুর্ঘটনা খুব সাধারণ ঘটনা, বিশেষ করে ট্রাক এবং যাত্রীবাহী বাসের ক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগেই চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলের তাবাসকো প্রদেশে আরেকটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ডজনখানেক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

এছাড়া সড়ক নিরাপত্তা নিয়েও উত্তর আমেরিকার এই দেশটির সরকার বহুদিন ধরে সমালোচনার মুখে আছে। বিশেষজ্ঞরা মনে করেন, অতিরিক্ত গতি, ওভারলোডিং এবং দুর্বল সড়ক অবকাঠামোই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পিএসএল খেলার ছাড়পত্র চাইলেন সাকিব May 15, 2025
img
বিশ্বব্যাংক থেকে ৩২৮০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ May 15, 2025
img
প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধনে ইসির নতুন নির্দেশনা May 15, 2025
img
সাম্যকে নিয়ে একটি গুপ্ত সংগঠন বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি ছাত্রদল সভাপতির May 15, 2025
৩ দফা দাবিতে এখনও রাস্তায় জবির শিক্ষক-শিক্ষার্থীরা May 15, 2025
মোটরসাইকেল শোভাযাত্রায় বিজয়ীর বেশে ফিরলেন জামায়াত নেতা May 15, 2025
img
ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার : ফয়েজ আহমদ May 15, 2025
img
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা May 15, 2025
img
রাশিয়ায় ৬ লাখ হেক্টরেরও বেশি বনভূমি দাবানলে পুড়ে ছাই May 15, 2025
img
২৪ ঘণ্টায় সিলেটে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত May 15, 2025