দামুড়হুদায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নাসিমা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে।

নাসিমা খাতুন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর গ্রামের ফাহিম উদ্দিনের স্ত্রী।

প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান, বাড়ির একতলার ছাদে ধান শুকাতে দিয়েছিলেন নাসিমা খাতুন। সেই ধান নেড়ে দিতে গিয়ে মাথা ঘুরে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

প্রতিবেশীদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন গণমাধ্যমকে বলেন, পরিবারের সদস্যরা নাসিমাকে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

আরএম/টিএ 


Share this news on:

সর্বশেষ