বাগদাদে ভয়াবহ বায়ুদূষণ, অস্বাস্থ্যকর ঢাকার বাতাসও

বিশ্বের নানা শহরের মতো ঢাকাতেও বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা দূষণের শীর্ষ তালিকায় রয়েছে। যদিও সাম্প্রতিক কিছু বৃষ্টিপাতের ফলে বায়ুমানে সাময়িক উন্নতি হয়েছিল, তবে ফের বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা।

বৃহস্পতিবার (১৫ মে) সকালেও রাজধানীর বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে, যা সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।

সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চমতম অবস্থানে রয়েছে ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

একই সময়ে ১০৯২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। এছাড়া ৫৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, ভারতের দিল্লি, ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং ১৭১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে সেনেগালের ডাকার ও ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তালহার প্রতিটি বিয়ে ও তালাকে হ্যাপির হাত ছিল, জানালেন আইনজীবী May 15, 2025
img
ফলপ্রসূ বৈঠক , মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে May 15, 2025
কাউকে গ্রেফতার করা হলে তার রাজনৈতিক পরিচয় দেয়া হচ্ছে না May 15, 2025
ড. ইউনূসের বাসভবনের পাশে যা করছে শিক্ষার্থীরা। May 15, 2025
img
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর May 15, 2025
img
গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার : প্রেসসচিব May 15, 2025
img
ফের পিএসএল থেকে খেলোয়াড় ছিনিয়ে আনল আইপিএল May 15, 2025
img
শিগগিরই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে: প্রেস সচিব May 15, 2025
img
আমিরের বিরুদ্ধে চুরির অভিযোগ নেটিজেনদের! May 15, 2025
img
কোনো সংগঠনে যুক্ত না থাকার দাবি উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারা সেই শিক্ষার্থীর May 15, 2025