দুবাই এর শেখে’র সাথে বিয়ে নিয়ে যা জানালেন সুবাহ!

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। সম্প্রতি বেসরকারি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিভিন্ন কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে দুবাই শেখ এর সাথে বিয়ে নিয়ে প্রশ্ন করার পর তিনি বলেন, শেখ রাখেন, বাংলাদেশের অনেকে কত টাকার মালিক আছে আপনাদের আইডিয়া আছে! তারা সব টাকা পাচার করতেছে বাংলাদেশের বাইরে। তা দিয়ে ওইরকম ৫-১০ টা শেখ কেনা যাবে। শেখ গোনার টাইম নাই, বাংলাদেশে অনেকেই আছে এমন। নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না।

এফপি/এস এন

Share this news on: