পাকিস্তানকে সমর্থন করায় তুরস্কের ফার্মের ছাড়পত্র বাতিল করল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরে পাকিস্তানের পক্ষে কাজ করায় তুরস্কের ফার্ম ‘সেলেবি গ্রাউন্ড হ্যান্ডেলিং ক্লিয়ারেন্সের’ নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে ভারত। এ ফার্মটি ভারতের ৯টি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিংয়ের কাজ করত। যারমধ্যে মুম্বাই ও বেঙ্গালুরু বিমানবন্দরও রয়েছে।

ভারতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৫ জুন) জানিয়েছে, তার্কিস এ ফার্মের ছাড়পত্র বাতিল আজ থেকে কার্যকর হবে।

সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অপারেশন সিঁদুর চালানোর সময় তুরস্ক পাকিস্তানকে শুধু মুখেই সমর্থন জানায়নি। তারা পাকিস্তানকে আসিসগার্ড সোনগার এবং বায়রাকতার টিবি-২ ড্রোন দিয়েছে। যেগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

এছাড়া অপারেশন সিঁদুর চালানোর আগেই করাচি বন্দরে তুরস্কের একটি যুদ্ধজাহাজ নোঙর করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এরপর করাচিতে তার্কিস বিমানবাহিনীর সি-১৩০ যুদ্ধবিমানও অবতরণ করেছিল।
এদিকে পাকিস্তানকে সহায়তা করায় তুরস্ককে বয়কট করার ঘোষণা দিয়েছে ভারতীয়রা। তারা তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বাতিল করছে।

গতকাল বুধবার ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তুরস্কের শিক্ষা বিষয়ক ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। একইপথে হেঁটেছে ভারতীয় একটি মাদ্রাসাও।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

আরআর/এসএন

Share this news on: