জাহাজে করে জেদ্দায় পৌঁছাল হজের প্রথম কাফেলা

পবিত্র হজ পালন করতে সমুদ্রপথে সৌদি আরব পৌঁছাল প্রথম জাহাজ। বুধবার (১৪ মে) জেদ্দার ইসলামিক পোর্টে পৌঁছা জাহাজটিতে ছিল সুদানের ১৪০৭ জন যাত্রী।

এ সময় তাঁদের অভ্যর্থনা জানান পরিবহন ও সরবরাহ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ বিন সুফিয়ান আল-হাসান, বন্দর কর্তৃপক্ষের (মাওয়ানি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেন বিন আহমেদ আল-তুর্কি ও সরকারি সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা।

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আগত দর্শনার্থী ও হজযাত্রীদের বরণ করতে জেদ্দায় ইসলামিক পোর্টে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

যাত্রীদের অভ্যর্থনা, প্রেরণ ও লাগেজ সংগ্রহসহ গুরুত্বপূর্ণ কর্মক্ষমতার বৃদ্ধি করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে এক শ পাসপোর্ট কাউন্টার, যাত্রীদের লাগেজ পরিবহনে তিন শ যানবাহন, জাহাজ পরিচালনা ও ডকিংয়ে ৯ সামুদ্রিক টাগ, ১২টি সামুদ্রিক জাহাজ, ২৪টি নিরাপত্তা ও নিরাপত্তা টহল, ১৩টি অ্যাম্বুল্যান্স ও ফায়ার ট্রাক, একটি স্বাস্থ্য ও চিকিৎসাকেন্দ্র এবং পাঁচ হাজারের বেশি হজযাত্রীর সেবা দিতে হল প্রস্তুত করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এমআর


Share this news on: