বজ্রপাতে কিশোরের মৃত্যু, গোসলের সময় ‘নড়েচড়ে ওঠায়’ চাঞ্চল্য!

ফরিদপুরের ভাঙ্গায় বজ্রপাতে ইমন মোল্লা (১৪) নামের এক কিশোর মারা গেছে। যদিও দাফনের সময় ‘নড়েচড়ে’ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই বাড়িতে উৎসুক মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বাবাকে ডাকতে মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ইমন ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ভাঙ্গাসহ আশপাশের এলাকায় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাত হতে দেখে মাঠে কাজ করতে যাওয়া বাবাকে ডাকতে যায় ইমন। এ সময় ইমনের ওপরই বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইমনের মরদেহ বাড়িতে নিয়ে গোসলসহ কবর খোঁড়া শুরু করেন গ্রামবাসী। ইমনকে গোসলের সময় হঠাৎ সে নড়েচড়ে ওঠে।

এমন ধারণা করে পরে স্বজনরা তাকে পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ও পরে জীবিত হওয়া ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন খবর পেয়ে ওই বাড়িতে উৎসুক মানুষের ঢল নামে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, ইমনকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে জীবিত হওয়ার সংবাদটি আমার কাছে এসেছে। আমি শুনে তো অবাক! পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ইমন মারা গেছে। 

আরএ/টিএ

Share this news on: