অপারেশন সিঁদুর নিয়ে খুব তাড়াতাড়ি সিনেমা করব : শিলাদিত্য

ভারতীয় পরিচালক শিলাদিত্য মৌলিকের সিনেমা ‘চড়ক’ কান চলচ্চিত্র উৎসবের মার্কেট সেকশনে জায়গা করে নিয়েছে। পরিচালক জানান, এই সপ্তাহে দু’দিন ছবিটি প্রদর্শিত হবে। তবে তিনি নিজে কান-এ যাননি। শিলাদিত্য জানান, 'প্রযোজক সেলস টিম নিয়ে গেছেন। এখন পর্যন্ত যা জানি, এই সপ্তাহে দুইদিন সিনেমাটি দেখানো হবে।'

বাংলার চড়কের উপর ভিত্তি করে এই ‘চড়ক’ ছবিটি তৈরি হয়েছে। এর আগে বার্লিন চলচ্চিত্র উৎসবেও গিয়েছিল ছবিটা। কিন্তু কান চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে আমরা দেরি করে ফেলেছিলাম। তাই মার্কেট সেকশনে পাঠাতে হয়েছে। ইন্টারন্যাশনালি বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানোর পর ভারতে মুক্তি পাবে ছবিটি।’

শিলাদিত্য সাক্ষাৎকারে বলেন, ‘২০২৪-এ ছবির কাজ শুরু করি। কিছুটা পুরুলিয়া আর কিছুটা ঝাড়খণ্ডে শুটিং হয়েছে। ছবির লুক খুব রিয়্যালিস্টিক। ইচ্ছে করেই এ রকম রুক্ষ ব্যাকড্রপ রাখা হয়েছে। এই ছবিটা শেষ হওয়ার পরে পরের প্রজেক্টের অপেক্ষায় রয়েছি।’

তার কথায়, ‘দেশের বর্তমান পরিস্থিতির জন্য এখনই ঘোষণা করতে চাই না, তবে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটা ছবি বানাব খুব তাড়াতাড়ি। আমি সেই গল্পগুলো তুলে ধরব, যেগুলো বলা হচ্ছে না। ছবির নামটা রেজিস্ট্রেশন করাতে পেরেছি। বলিউডের অনেক প্রযোজক-পরিচালক শুনছি নামটার জন্য লাইন দিচ্ছেন।’

শেষে বলেন, ‘তবে আমার পরের ছবিই এটা হবে নাকি মাঝে অন্য কোনও ছবি করব, সেটা দেখতে হবে। কারণ, এই ছবিটার জন্য রিসার্চ করতে আমাকে কাশ্মীর যেতেই হবে। ওখানে ছাড়া শুটিং করাও সম্ভব নয়। এখন এগুলোর জন্য অনুমতি পাবো বলে মনে হয় না। তাই হয়ত অপেক্ষা করতে হবে কয়েকটা দিন।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
'জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে' May 17, 2025
img
বিয়ের পরদিনই স্বামীর বাড়ি লুট করে পালাল নববধূ May 17, 2025
img
রাজনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনবে জাতীয় যুবশক্তি: সারজিস May 17, 2025
img
৮১০ কোটি টাকায় হুইসেনকে কিনতে রাজি রিয়াল মাদ্রিদ May 17, 2025
img
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা May 17, 2025
img
চাঁদে পা রাখা প্রথম ব্রিটিশ নারী হতে পারেন রোজমেরি May 17, 2025
img
ভুটানের লিগ থেকে ৫ নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন কোচ বাটলার May 17, 2025
img
বিমান ওঠা-নামার সময় কেন সিট সোজা রাখতে বলেন কেবিন ক্রুরা? May 17, 2025
img
অভিনয়ের চেয়ে ভূমির ঠোঁট নিয়েই বেশি আলোচনা! May 17, 2025
img
শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি : প্রিয়াঙ্কা May 17, 2025