পেটের ভেতরে ইয়াবা, শাহজালালে যাত্রী আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেজে পেটের ভেতরে ইয়াবা পাচারের সময় ৬০ বছর বয়সী হোছন আহমদ নামে এক মাদক ব্যবসায়ীকে ২ হাজার ৮২০ পিস ইয়াবাসহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার (১৬ মে) বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস-১৫২ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে হোছন আহমদকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৩০টি বস্তুর সন্ধান মেলে।

আরও জানায়, পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৩০টি পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ২৮২০ (দুই হাজার আটশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। হোছন আহমদ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ