যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ফরাসি অভিনেতা থিও নাভারো-মুসিকে এবারের কান চলচ্চিত্র উৎসবে নিষিদ্ধ করা হয়েছে। নির্মাতা ডমিনিক মলের চলচ্চিত্র ‘Dossier 137’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন থিও।
উৎসব শুরুর আগেই উৎসবের মহাসচিব থিয়েরি ফ্রেমো চলচ্চিত্রের প্রযোজনা দলের সঙ্গে একমত হয়ে, থিও নাভারো-মুসিকে লাল গালিচায় অংশ নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। যা কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে একটি অভূতপূর্ব পদক্ষেপ।
জানা গেছে, তিনজন সাবেক সঙ্গিনী ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে থিওর বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক ও মানসিক সহিংসতার অভিযোগে মামলা করেছিলেন। দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের এপ্রিল মাসে মামলা প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়।
তবে অভিযোগকারীরা জানিয়েছেন, তারা আবারও মামলা করতে যাচ্ছেন। এইবার আদালতে নিজ উদ্যোগে (পার্টি সিভিল হিসেবে) অভিযোগ আকারে মামালটি নেবে।
অভিনেতার আইনজীবী মে পুজে-গালিয়ার্দি বলেন, আমার মক্কেলকে এই মুহূর্তে আইনি দিক থেকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনো চলমান প্রক্রিয়া সম্পর্কে তাঁকে কিছু জানানোও হয়নি।”
নৈতিকতার ক্ষেত্রে কান চলচ্চিত্র উৎসবে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চিত্রগ্রহণের সময় নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে।
উৎসবের মহাসচিব থিয়েরি বলেন, "যেহেতু মামলার ওপর আপিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান, তাই আমরা এটিকে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ধরে নিতে পারি না। যখন বিচার প্রক্রিয়া শেষ হবে, তখন বিষয়টি ভিন্নভাবে দেখা হবে।”
আরআর/টিএ