চীনের হাইনান ট্রপিক্যাল রেইনফরেস্ট ন্যাশনাল পার্কে একটি নতুন প্রজাতির তক্ষকের সন্ধান পেয়েছেন দেশটির গবেষকরা। এই আবিষ্কার হাইনান দ্বীপের সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্যের গভীরতা নতুন করে তুলে ধরেছে।
২০২৪ সালের অক্টোবরে পার্কের বাওয়াংলিং অঞ্চলে এক অভিযানের সময় গাঢ় সবুজ রঙের তক্ষকটি প্রথম দেখা যায়। হাইনান প্রাদেশিক বন বিভাগ বৃহস্পতিবার জানায়, জিন বিশ্লেষণ এবং শারীরিক গঠন পরীক্ষায় দেখা যায় এটি আগের সব প্রজাতি থেকে আলাদা।
নতুন এই তক্ষকটির পিঠ ও লেজজুড়ে কাঁটার মতো উঁচু আঁশ, মসৃণ পা এবং পায়ের আঙুলের মাঝে জাল আছে। পূর্ণবয়স্ক পুরুষ তক্ষকের দৈর্ঘ্য প্রায় ১৬ সেন্টিমিটার এবং ওজন ৯ গ্রাম হয়। স্ত্রী তক্ষকের আকার খানিকটা ছোট। এই আবিষ্কারের বিস্তারিত আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুয়োট্যাক্সায় প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে চীন প্রথম পর্যায়ে পাঁচটি জাতীয় উদ্যান চালু করে, যার আওতায় ২ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার জমি সংরক্ষণের আওতায় এসেছে। এই পার্কগুলোতে বাস করে চীনের প্রায় ৩০ শতাংশ গুরুত্বপূর্ণ স্থলপ্রাণী।