জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউতে যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি, দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন। তা না হলে ছাত্র জনতার দাবির মুখে কি হবে সেই সিকিউরিটি দিতে পারছি না।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা চার দিন ধরে রাস্তায় বসে আছেন। আমাদেরও মন কাঁদে। সরকারের প্রতি আহ্বান জানাই, সঠিক ও সুষ্ঠু সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তি দিন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে স্বৈরতান্ত্রিক কাঠামো মধ্য দিয়ে, না তাদের শিক্ষা ব্যবস্থার উন্নত হয়েছে, না তাদের আবাসন ব্যবস্থা।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে রয়েছে। না তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে, না আবাসন সমস্যা সমাধান হয়েছে।
এসএম/টিএ