পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টেস্ট দলের নেতৃত্বে বড় পরিবর্তনের পথে হাঁটছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে শান মাসুদের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে সৌদ শাকিলের নাম উঠে এসেছে আলোচনায়। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
শান মাসুদ ২০২৩ সালের নভেম্বর থেকে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার অধীনে দলটি এখন পর্যন্ত ১২টি টেস্ট ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে এবং হেরেছে ৯টিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫-এ পাকিস্তান বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান করছে।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র—সব মিলিয়ে শান মাসুদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
এই প্রেক্ষাপটে, সৌদ শাকিলকে ভবিষ্যৎ টেস্ট অধিনায়ক হিসেবে ভাবছে পিসিবি।
অভিষেকের পর থেকে টেস্টে তার ব্যাটিং গড় ৫০-এর ওপরে। শুধু ব্যাট হাতে নয়, পিএসএলের চলতি আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্সও নজর কেড়েছে। তার নেতৃত্বে দলটি ৯ ম্যাচে ৬টি জয় তুলে নিয়ে শীর্ষে উঠেছে।
পিসিবি মনে করছে, সৌদ শাকিল এমন একজন ক্রিকেটার যিনি ব্যক্তিগত পারফরম্যান্স ও নেতৃত্ব—দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রেখে কাজ করতে পারেন।
এবং এই মুহূর্তে পাকিস্তানের টেস্ট দলকে পুনর্গঠনের জন্য এমন নেতৃত্বই প্রয়োজন।
টিকে/টিএ