বেসামরিক নাগরিকদের একটি দল একত্রিত হয়ে লোহার রড এবং কুড়াল নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সেনাদের ওপর হামলা করেছে। শুক্রবার (১৬ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাতিসংঘের বেশকিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
লেবাননে জাতিসংঘের অভ্যন্তরীণ ফোর্স (এইএনআইএফআইএল) জানিয়েছে, স্থানীয়দের হামলা থেকে বাঁচতে মিশনের সেনাবাহিনী অ-প্রাণঘাতী শক্তি ব্যবহার করেছে। এতে আরও বলা হয়েছে, মিশনের পেট্রোল বাহিনী নিয়মিত কাজের অংশ হিসেবে জামাইজমেহ এবং খিরবাত সিলিম এলাকার মধ্যে টহল দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
লেবানন আর্মড ফোর্স (এলএএফ) জানিয়েছে, খবর পাওয়ার পরই তারা সেখানে ছুটে গিয়ে পেট্রোল বাহিনীকে উদ্ধার করে দ্রুত ঘাঁটিতে নিয়ে আসে।
ইউএনআইএফআইএল জানিয়েছে, ওই টহল পূর্ব নির্ধারিত ছিল এবং এলএএফ’র সঙ্গে সমন্বয় করে করা হয়েছিল।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশন জোর দিয়ে বলেছে, নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন ১৭০১ অনুযায়ী, লেবানন আর্মড ফোর্সের সহযোগিতা ছাড়াও মিশনে অংশ নেওয়া সেনাবাহিনীর স্বাধীনভাবে এলাকা টহল দেওয়ার অধিকার রয়েছে।
বুধবার ইউএনআইএফএল জানায়, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর ওপর লক্ষ্য ইসরায়েল সেনাবাহিনী গুলি চালায়। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম এমন ঘটনা ঘটল।
আরআর/টিএ