আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা শহরকে সবুজায়ন করতে পহেলা জুন থেকে গাছ লাগানো শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (১৬ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি নগরভবনে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে বলেন, পহেলা জুন থেকে ঢাকা শহর জুড়ে খাল, লেক, উন্মুক্ত স্থান ও মাঠে ব্যাপক আকারে উন্নয়ন ও বৃক্ষরোপণ কাজ শুরু করতে হবে আমাদের। এরই মধ্যে সারা নগরের জন্য ল্যান্ডস্ক্যাপ আর্কিটেক সম্পন্ন হয়েছে। উদ্ভিদবিদদের পরামর্শে খাল ও লেক পাড়ে গাছ লাগানো হবে। এই উদ্যোগগুলোকে সফল করতে আমরা সব অংশীদারদের পাশে থাকতে চাই। আগে খাল খনন করতে ১০০ কোটি টাকার বেশি খরচ করা হতো কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পেতাম না। আমরা ১০০ কিলোমিটার খাল পরিষ্কার করতে খরচ হচ্ছে ১০ কোটি টাকারও কম।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ঢাকা শহরের ৩৩টি খালকে রক্ষণাবেক্ষণ ও দুইপাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়েছে ডিএনসিসি। প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের জন্য একজন করে মালী নিয়োগ দিয়েছে তারা।
আরআর/টিএ