বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বাসভবনে হামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে তার নগরীর সিএন্ডবি কাজীপাড়া বাসায় হামলা করা হয়।
বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন বলেন, রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যান। সাড়ে ১০টার দিকে ৩/৪টি মোটর সাইকেলে হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা এসে বাসায় হামলা করে। তারা বাসার প্রবেশ গেট ও জানালা কুপিয়েছে। তখন বাসার ভাড়াটিয়া ডাকচিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে আসে। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা যাওয়ার সময় সামনে প্রাচীরে লাগানো ব্যানারও ছিড়ে ফেলেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার বিএনপির মহানগরের সাবেক সিনিয়র নেতারা বাসভবনে গিয়েছিলেন। তারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের চিহিৃত করে খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
আফরোজা খানম নাসরিন আরো জানান, গত কয়েকদিন ধরে ফেসবুকে অপরিচিত কিছু লোক তাকে হুমকি দিয়েছে। ধারণা করা হচ্ছে তারাই এ হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন তদন্ত করলে তাদের পরিচয় বের হবে। তাই এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এখনো অভিযোগ দেননি বিএনপি নেত্রী। তবুও পুলিশ জড়িতদের চিহিৃত ও গ্রেফতারের চেষ্টা করছে।
এসএম/টিএ