বিমানবন্দরে বাজে ব্যবহারের শিকার স্টার্ক, খেলবেন না আইপিএল
শারলিন 10:01PM, May 16, 2025
ভারতে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে আইপিএল থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও নিশ্চিত করেছেন, তিনি আর আইপিএলের বাকি অংশে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন না। দিল্লির হয়ে এবারের আসরে ১১ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট নেওয়া এই তারকা পেসার আনুষ্ঠানিকভাবে দলকে জানিয়ে দিয়েছেন, তিনি ভারত সফরে আসছেন না।
স্টার্কের সিদ্ধান্তে আগ্রহ বাড়ে দিল্লি বিমানবন্দরের সাম্প্রতিক একটি ঘটনার পর। সেখানে মালামাল চেক করার সময় তখনই একজন ব্লগার তার দিকে ভিডিও অন করে চলে আসেন। কিছু একটা বলতেও দেখা যায় তাকে। স্টার্ক বিরক্ত হন এবং ওই ভারতীয়কে দূরে যেতে বলেন। তিনি উল্টো আরও কাছে গিয়ে ভিডিও করতে থাকেন। ওই ঘটনায় সমালোচনা হচ্ছিল বেশ।
এদিকে, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও অজি তরুণ পেসার ফ্রেশার ম্যাকগার্গও একই কারণে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। ম্যাকগার্গের পরিবর্তে দিল্লি দলে ডাক পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে গত সপ্তাহে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল আইপিএল। শনিবার থেকে আবার মাঠে গড়াচ্ছে এই প্রতিযোগিতা। পরিবর্তন হয়েছে ফাইনালের তারিখও।