দেশের বিভিন্ন স্থানে আজ দিনে বৃষ্টি হলেও রাজধানী ঢাকা ছিল বৃষ্টিহীন। সেইসঙ্গে বাতাসের সঙ্গে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি ছিল গরমের। ঢাকায় আজ বয়ে গেছে তাপপ্রবাহ। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (১৬ মে) দিনভর গরমের পর রাতের বৃষ্টি স্বস্তি দিয়েছে জনজীবনে। ভারী এই বর্ষণ তাপমাত্রা কমিয়ে দিয়েছে।
এরআগে সন্ধ্যা হলে মেঘাচ্ছন্ন দেখা যায় আকাশ। রাত ৮টার পর কালো মেঘ জমতে থাকে। ৯টার কিছুক্ষণ আগেই শুরু হয় ভারী বৃষ্টি। এদিকে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ শ্রমজীবী মানুষেরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১৭ মে) সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া অন্য পাঁচ বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।
এফপি/টিএ