আ.লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, যা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্টের আগে যেমন শান্তিতে বসবাস করেছে, এখনো তারা শান্তিতেই বসবাস করছে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা। আমরা উনার কাছে জানতে চাই। কথা ছিল জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠন করার। এখন মে মাস। আমরা স্পষ্ট করে জানতে চাই, কেন মে মাসের ১৬ তারিখেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়নি?

শুক্রবার (১৬ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জুলাই সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এই গণহত্যায় জড়িত রয়েছে, কোনো কোনো বিচারক তাদেরকে জামিন দিয়ে দেন। তারা কারা, এসবের পেছনে কাদের ইন্ধন রয়েছে সেটি আপনারা আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে। আপনি বারবার বলেন আপনাকে ভুল বোঝা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কেউ কাজ করতে বাধা দেয় বা প্রেশারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া সংস্কার করবেন, তাহলে আপনারা ভুল পথে আছেন। এই সরকারের উপদেষ্টাদের প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা স্লোগান শোনা যায়- নির্বাচন না সংস্কার। এটা খুবই আপত্তিকর স্লোগান। স্লোগানটির মাধ্যমে বলা হচ্ছে- হয় আমরা নির্বাচন চাই, নতুবা সংস্কার। মূলত আমরা দুইটাই চাই। তবে আমরা চাই বিচার হবে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনটা হবে।

তিনি বলেন, আমরা ভারত, পাকিস্তান, কিংবা বিদেশি কোনো শক্তির দাস হতে চাই না। মানবিক করিডর নিয়ে যে সকল প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে স্পষ্ট জবাব দিন।

সমাবেশে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য নষ্ট হলে পতিত শক্তির সুবিধা হবে। তাই জাতীয় স্বার্থের পাশাপাশি কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
ঐ আইনজীবীর কোন কাজ নাই বলে উকিল নোটিশ পাঠিয়েছে: মারিয়া মীম May 17, 2025
img
'জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে' May 17, 2025
img
বিয়ের পরদিনই স্বামীর বাড়ি লুট করে পালাল নববধূ May 17, 2025
img
রাজনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনবে জাতীয় যুবশক্তি: সারজিস May 17, 2025
img
৮১০ কোটি টাকায় হুইসেনকে কিনতে রাজি রিয়াল মাদ্রিদ May 17, 2025
img
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা May 17, 2025
img
চাঁদে পা রাখা প্রথম ব্রিটিশ নারী হতে পারেন রোজমেরি May 17, 2025
img
ভুটানের লিগ থেকে ৫ নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন কোচ বাটলার May 17, 2025
img
বিমান ওঠা-নামার সময় কেন সিট সোজা রাখতে বলেন কেবিন ক্রুরা? May 17, 2025
img
অভিনয়ের চেয়ে ভূমির ঠোঁট নিয়েই বেশি আলোচনা! May 17, 2025