দাউদকান্দিতে সালিস বৈঠক শেষে যুবককে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে সালিস বৈঠক শেষে শাকিল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা অভিযোগ পাওয়া হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক জাকির হোসেন নামে একজনকে আটক করেছে।

নিহত শাকিল (২৯) বিটেস্বর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

মরদেহ মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। আটক জাকির হোসেন বরকোটা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ মে) মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকের দ্বন্দ্বকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে উভয়কে নিয়ে সালিস বৈঠক বসে বিটেস্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সালিস বৈঠকের শুরু থেকেই উপস্থিত ছিলেন।

তিনি জানান, বরকোটা এলাকার মোটরসাইকেল চালক এবং বিটেশ্বর এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালকের মধ্যে গত বুধবার ঝগড়া হয়। এ বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজিচালিত অটোরিকশা চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হলে তা মেনে নিয়ে তিনি এক হাজার টাকা জমা দেন। দুদিন পর বাকি টাকা পরিশোধ করবে বলে সালিশ দরবার সমাপ্ত করে সন্ধ্যায় আমরা চলে যাই।

এরপর শুনি সেখানে মারামারি হয়েছে। শাকিল নামে বিটেস্বরের একজনকে আহত অবস্থায় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেছে। পরে শুনি ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় শাকিল মারা গেছেন।

শাকিলের ফুফাতো ভাই আকাশ বলেন, শাকিল বিটেস্বর বাজারে কসাইয়ের কাজ করত। তার চাচাতো ভাইয়ের সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দরবার হয়েছে।

দরবার শেষে বরকোটার কয়েকজন গালাগালি করতেছিল, তখন শাকিল তাদেরকে বলে ‘দরবারে যা হয়েছে সবাই মানছে, এখন গালাগালি করে কী হবে’। এটা বলার কারণে কয়েকজন তাকে ধরে নিয়ে এলোপাতাড়ি মারে এবং ছুরি দিয়ে জখম করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি পথে মারা যান।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিটেস্বর এলাকায় সালিস বৈঠক শেষে মারামারির ঘটনায় শাকিল নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত বরকোটা এলাকার বাসিন্দা জাকির হোসেনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে শাকিলের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

আরএম

Share this news on:

সর্বশেষ

img
জামাইর সন্ধান পেতে শাশুড়ির পুরস্কার ঘোষণা May 17, 2025
img
ভারতে আশ্রয় নেওয়া সব আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরতে নির্দেশ দিলেন শেখ হাসিনা May 17, 2025
img
উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা May 17, 2025
img
জেলেনস্কি ওয়াশিংটনে আসেন প্রতিবারই ১০০ মিলিয়ন ডলার নিয়ে বেরিয়ে যান: ট্রাম্প May 17, 2025
img
চোট কাটিয়ে কবে মাঠে ফিরতে চান, জানালেন তাসকিন May 17, 2025
img
গরমে ছেলেদের ত্বকের যত্নে করণীয় May 17, 2025
img
আওয়ামী লীগ কর্মী থেকে এখন বিএনপির সম্পাদক প্রার্থী! May 17, 2025
img
বনরক্ষীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ সচিব May 17, 2025
আ.লীগের টাকা সেইভ করা নিয়ে যা বললেন বিএনপি নেত্রী নিলোফার May 17, 2025
সব দলের রাজনীতি এখন টাকার কাছে বিক্রি’ May 17, 2025