কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নদীর পাড় থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মতিউর রহমান (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) সন্ধ্যার আগে নিয়ামতপুর ইউনিয়নের চামড়া বন্দরের তালুক বন্দ হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আব্দুল আশিদের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগে মতিউর রহমান বাড়ির পাশে নদীর পাড় থেকে ট্রাকে ধান বোঝাই করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।


এসএস/এসএন

Share this news on: