বিশ্বব্যাপী বায়ুদূষণ ক্রমেই বাড়ছে, আর রাজধানী ঢাকা প্রায়ই দূষিত শহরের শীর্ষ ১০–এর তালিকায় অবস্থান করে। গতকাল শুক্রবার ছুটির দিনেও বায়ুদূষণের দিক থেকে দ্বিতীয় ছিল ঢাকা। তবে আজ শনিবার বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থানে উন্নতি দেখা গেছে। ফলে আজকের বাতাস তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।
সকাল সাড়ে ৮টায় ৮৯ স্কোর নিয়ে তালিকায় ১৭ নম্বরে ঢাকার অবস্থান।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানে লাহোর, যার স্কোর হচ্ছে ১৯৮, অর্থাৎ এই শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি, ১৫৬ স্কোরে এই শহরটির বাতাসের মানও অস্বাস্থ্যকর।
এ ছাড়া একই স্কোর (১৫৪) নিয়ে তৃতীয়ও চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো ও চীনের চেংডু শহর। এই শহর দুটির বায়ুও অস্বাস্থ্যকর।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৪৯ স্কোরে এই শহরের বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আরএ/এসএন