শাহজালাল (রহ.)-এর ওরসে থাকবে না ‘শিরক-বিদআত’ : এসএমপি কমিশনার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের বার্ষিক ওরস এবার শিরক, বিদআত এবং অনৈসলামিক কার্যকলাপমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে, জানালেন মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা)।

শুক্রবার (১৬ মে) বাদ আসর মাজার প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

তিনি জানান, ওরস উপলক্ষ্যে পুলিশ, মাজার কর্তৃপক্ষ, আলেম সমাজ ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত তদারকি কমিটি সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। ওরস চলাকালীন কেউ যেন মাজারে সিজদা না দেয়, নারীরা পর্দার বাইরে না থাকে, কিংবা কোনো ধরনের শিরকি বা বিদআতিপূর্ণ কাজ না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

রেজাউল করিম জানান, ওরস উপলক্ষ্যে পুলিশ, মাজার কর্তৃপক্ষ, আলেম সমাজ ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত তদারকি কমিটি সার্বক্ষণিক নজরদারি করবে। ওরস চলাকালীন কেউ যেন মাজারে সিজদা না দেয়, নারীরা পর্দার বাইরে না থাকে, কিংবা কোনো ধরনের শিরকি বা বিদআতিপূর্ণ কাজ না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

পুলিশ কমিশনার বলেন, ওরস হবে পবিত্র, শৃঙ্খলাপূর্ণ ও ইসলামি আদর্শে পরিচালিত। মাজার এলাকায় সিজদা বন্ধে ইতোমধ্যে ব্যানার টানানো হয়েছে। কেউ যেন কোনো শিরকি বা বিদআতিপূর্ণ কাজে লিপ্ত না হন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী—পুলিশ, র‍্যাব, ডিবি ও সাদা পোশাকের গোয়েন্দারা মাঠে থাকবে। প্রতারণা, চুরি-ছিনতাই ও মাদক সেবন ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তদারকি কমিটি প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার মো. তারেক আহমেদ, শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক ওরস উপলক্ষ্যে মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আরএ/এসএন

Share this news on: