জামায়াতের বিরুদ্ধে দুই কোটি টাকার ক্ষতির অভিযোগ বিএনপি নেতার

পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।

গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, জামায়াত-শিবির নিজেরাই পবিত্র কোরআনে আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজহার উদ্দিনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।


এসএস/এসএন

Share this news on: