দুই বছর পর টেস্টে ফিরেই অধিনায়ক !

হঠাৎ করেই গত মার্চে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের দুই অধিনায়কের একজন পদত্যাগ এবং অপরজনকে সরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রভম্যান পাওয়েলকে সরিয়ে দেওয়া নিয়ে সমালোচনাও হয়েছিল। পরবর্তীতে তার জায়গায় ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব দেওয়া হয় শাই হোপকে। আর টেস্টে ক্যারিবীয়দের নেতৃত্বভার দেওয়া হয়েছে ফরম্যাটটিতে ২ বছর না খেলা অলরাউন্ডার রোস্টন চেজকে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন চেজ। কিন্তু মাঝে ১৩টি টেস্টের স্কোয়াডে না থাকা এই তারকাকেই লাল বলের ফরম্যাটের দায়িত্ব দেওয়া হলো। একইসঙ্গে টেস্টে তার সহকারী অধিনায়ক করা হয়েছে স্পিনার জোমেল ওয়ারিকানকে। মূলত আগামী ২৫ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। সে লক্ষ্যেই তারা নেতৃত্বে বদল এনেছে।

রোস্টন চেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের পর উইন্ডিজরা তাকে ছাড়াই আরও ১৩টি টেস্ট খেলেছে। তবে চেজের টেস্ট খেলার বেশ অভিজ্ঞতা আছে। এখন পর্যন্ত তিনি ৪৯টি টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিসহ ২২৬৫ রান করেছেন। একইসঙ্গে ৮৫টি উইকেটও নিয়েছেন এই স্পিন অলরাউন্ডার। অর্থাৎ, অধিনায়ক হিসেবে চেজ মাঠে নামবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে।

২৫ জুন থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের এই টেস্ট সিরিজ হতে যাচ্ছে উভয়ের জন্যই ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ। যার জন্য ছয় জনের তালিকা থেকে চেজকে অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই)। তারা বলছে, ‘বিস্তারিত মূল্যায়ন প্রক্রিয়ায় নেতৃত্বের ধরন জানতে মনস্তাত্ত্বিক পরীক্ষা, আচরণ এবং ওই ভূমিকায় তিনি কতটুকু উপযুক্ত তা দেখা হয়েছে।’

চেজ ছাড়াও টেস্টে ক্যারিবীয় দলের নেতৃত্ব পেতে সাক্ষাৎকার দিয়েছেন জন ক্যাম্পবেল, টেভিন ইমল্যাচ, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস ও ওয়ারিকান। এর আগে মার্চের শেষ নাগাদ উইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন ক্রেইগ ব্রাফেট। ৩৯ ম্যাচে তার নেতৃত্বে ক্যারিবীয়রা ১০ জয়, ২২ হার ও সাত ম্যাচে ড্র করেছিল।


এসএস/এসএন

Share this news on: