আজ দেশে ফিরছেন রিশাদ-নাহিদ, বদলি নাসুম

ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশ দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা আজ দেশে ফিরছেন। তাদের পরিবর্তে সিরিজে অংশ নিতে যাচ্ছেন স্পিনার নাসুম আহমেদ।

আমিরাত সফরে পাঁচ পেসার নিয়ে গেছে বাংলাদেশ। সেখান থেকে নাহিদ কমেছে। রিশাদ ছিলেন দলের অন্যতম সেরা স্পিনার। তিনিও খেলতে পারবেন না। সফরে টপঅর্ডারে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তাওহিদ হৃদয়, সৌম্য সরকার ও তানজিদ হাসান।

উইকেটকিপার-ব্যাটার রয়েছেন জাকের আলী, লিটন দাস ও পারভেজ হোসেন। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন, ‘আমরা ইতিবাচক ক্রিকেট খেললে সিরিজ জিতব।’

এদিকে ১৯ মে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নাকভির সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ দলের পাকিস্তান সফর তাদের আলোচনার প্রধান বিষয় বলে জানা গেছে।

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।

আরএ/এসএন

Share this news on: