রেললাইনসংলগ্ন এলাকায় হাট স্থাপন না করার অনুরোধ

বাংলাদেশ রেলওয়ের পূর্বানুমোদন ছাড়া রেললাইনসংলগ্ন স্থান বা রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে পশুর হাট বসানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি জরুরি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপগুলো রেলপথ মন্ত্রণালয়কে জানানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের মালিকানাধীন জমি ও রেললাইনসংলগ্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বসানো যেতে পারে এমন জেলাগুলো হলো মৌলভীবাজার, বগুড়া, দিনাজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের মালিকানাধীন জমি ও রেললাইনসংলগ্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বসানো হতে পারে এমন জেলায় জেলা প্রশাসকদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আধাসরকারিপত্র প্রেরণ করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, রেলওয়ের মালিকানাধীন জমি এবং রেললাইনসংলগ্ন এলাকায় অনেক সময় যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করে অস্থায়ীভাবে পশুর হাট বসানো হয়। এতে সাধারণ জনগণ এবং রেল চলাচলের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং রেললাইনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ঈদ যাত্রার রেলের শিডিউল বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকে, যা কোনোভাবেই কাম্য নয়।
পত্রে আরো উল্লেখ করা হয়, বর্তমান সরকার সরকারি সম্পদের রক্ষা এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল।

তাই রেললাইনসংলগ্ন বা রেলওয়ের মালিকানাধীন জায়গায় অবৈধভাবে পশুর হাট বসানো থেকে বিরত থাকার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। তবে যদি স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে রেললাইনসংলগ্ন এলাকায় পশুর হাট স্থাপন অত্যাবশ্যক হয়, তাহলে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে রেলওয়ের অনুমতি ছাড়া রেললাইনসংলগ্ন এলাকায় হাট স্থাপন করা যাবে না।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ কর্মী থেকে এখন বিএনপির সম্পাদক প্রার্থী! May 17, 2025
img
বনরক্ষীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ সচিব May 17, 2025
আ.লীগের টাকা সেইভ করা নিয়ে যা বললেন বিএনপি নেত্রী নিলোফার May 17, 2025
সব দলের রাজনীতি এখন টাকার কাছে বিক্রি’ May 17, 2025
img
কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি: ফরহাদ মজহার May 17, 2025
img
আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম May 17, 2025
img
স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা May 17, 2025
img
ভারতকে সমর্থন করেও নেটিজেনদের কটাক্ষে অনিল কাপুর May 17, 2025
img
স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার May 17, 2025
img
আ. লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন : আমির খসরু May 17, 2025