পাক-ভারত উত্তেজনায় দেশভক্তির গান গেয়ে ট্রলের শিকার চাহাত ফতেহ আলি খান
মোজো ডেস্ক 11:13AM, May 17, 2025
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই দেশপ্রেমের বার্তা দিতে গিয়ে প্রবল ট্রলের মুখে পড়েছেন পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলি খান। সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর পর দুই দেশের সংঘর্ষ বিরতির আবহে একটি প্যারোডি ধাঁচের দেশভক্তিমূলক গান প্রকাশ করেন তিনি। গানটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় নেটদুনিয়ায় মিমের ঝড়।
প্রায় ৪ মিনিট ২০ সেকেন্ডের গানটি শুনে ভারতীয় নেটিজেনরা কেউ কেউ মন্তব্য করেছেন, "এই গান পরমাণু হামলার থেকেও ভয়ংকর!" কেউ আবার লিখেছেন, "পুরো দেশটাই যেন একটা মিম মেটেরিয়াল!" ট্রলের তীব্রতায় এক পর্যায়ে ভারতে নিষিদ্ধ হয়ে যায় চাহাতের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলো।
ভারতীয় অনলাইন ব্যবহারকারীরা গানটি নিয়ে ব্যাপকভাবে হাস্যরস ছড়িয়েছেন। কেউ লিখেছেন, “এই গান শুনে আমাদের কান থেকে রক্ত বের হচ্ছে!” দেশভক্তি প্রকাশ করতে গিয়ে বরং নিজের দেশকেই বিশ্বব্যাপী হাস্যাস্পদের তালিকায় ঠেলে দিয়েছেন বলে মত দিয়েছেন অনেকে।