রাতে এফএ কাপ ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস

এফএ কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। শনিবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।

প্রিমিয়ার লিগের পর ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় এই কাপ টুর্নামেন্টের শিরোপা ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত ৮ বার জিতেছে। সব দিক বিবেচনায় এই ম্যাচে গার্দিওলার দল ফেভারিট হিসেবে আখ্যায়িত।

মৌসুমটা ভালোভাবে শুরু করতে না পারলেও শেষ অংশে ছন্দ ফিরে পেয়েছে সিটিজেনরা। তবে এই ম্যাচেও পুরোনো ইনজুরির কারণে রদ্রি, নাথান আকে, অস্কার বব ও জন স্টোনকে খেলাতে পারবে না ক্লাবটি।

দলের স্ট্রাইকার আর্লিং হলান্ড বলেছেন, ‘ভয়ঙ্কর মৌসুম’ কাটাচ্ছে তারা। অনেক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে দলটি। নতুন আঙ্গিকে শুরু হওয়া চ‍্যাম্পিয়নস লিগেও নকআউট পর্বের প্লে-অফ থেকে বিদায় নিয়েছে তারা।

বর্তমানে প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে এখনও পরের আসরের চ‍্যাম্পিয়নস লিগে খেলার নিশ্চয়তা পায়নি তারা। কোচ পেপ গার্দিওলার মতে, ভীষণ বাজে এই মৌসুম থেকে সেরকম কোনো উদ্ধার মেলবে না শুধুমাত্র এফ এ কাপ জেতার মাধ্যমে।

গার্দিওলা বলেন, ‘টানা তৃতীয়বারের মতো আমরা এখানে পৌঁছেছি এবং আমাদের ভালো খেলতে হবে। আমরা লন্ডনে যাব শিরোপা জিততে।’

অপরদিকে, গত ১২০ বছর ধরে বড় কোনো শিরোপা জিততে পারেনি ক্রিস্টাল প্যালেস। এই ম্যাচে জয় পেলেই শতবর্ষের আক্ষেপ মিটবে ক্লাবটির।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
করিডর বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান May 18, 2025
img
যুদ্ধবিরতি না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে ঝুঁকতো ভারত-পাকিস্তান: ট্রাম্প May 18, 2025
img
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রার্থী বাংলাদেশ May 18, 2025
img
আইসিইউতে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার May 18, 2025
img
পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান May 17, 2025
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবো: মারিয়া মিম May 17, 2025
ভিয়েতনাম চালু করতে যাচ্ছে ১০ বছরের গোল্ডেন ভিসা May 17, 2025
‘পুশ-ইনউস্কানিমূলক মনে করেন না স্বরাষ্ট্র উপদেষ্টা May 17, 2025
img
ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ট্রেন May 17, 2025
পিএসএলে মাঠে নামতে মরিয়া সাকিব আল হাসান May 17, 2025