যুক্তরাষ্ট্রের কেনটাকিতে টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি
মোজো ডেস্ক 12:08PM, May 17, 2025
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের পুলাস্কি ও লরেল কাউন্টিতে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস রুট ২৭ বরাবর অবস্থিত সমারসেট শহর। যেখানে অনেক ঘরবাড়ি, দোকান ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে। গতকাল শুক্রবার (১৬ মে) রাতে এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে।
সমারসেটের ব্যস্ত এলাকায় অবস্থিত ব্যাক্সটার’স কফি শপ ও পাশের একটি লুথেরান গির্জা দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত প্রায় ১১টার দিকে, সমারসেট ফায়ার ডিপার্টমেন্ট স্টপলাইট ২২ ও পার্কার'স মিল রোডের কাছাকাছি ধ্বংসযজ্ঞের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঠিক সে সময়েই টর্নেডোটি পুলাস্কি কাউন্টিতে প্রবেশ করে। আবহাওয়াবিদদের তথ্যে জানা গিয়েছে, শক্তিশালী এই টর্নেডোটি উত্তর-পূর্ব দিকে ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বেগে অগ্রসর হচ্ছিল এবং রাত সাড়ে ১১টার দিকে এটি লরেল কাউন্টির দিকে এগিয়ে যেতে দেখা যায়।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা সতর্কতা জারি করে জানায়, মোবাইল হোমে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। টর্নেডোর কারণে গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং স্থানীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ক্ষয়ক্ষতির পুরো মাত্রা নির্ধারণে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আবহাওয়াবিদরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস