দেড় ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ সড়ক

এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের দেড় হাজারের বেশি শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর, সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ শনিবার (১৭ মে) সকাল ৯টায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, টঙ্গীর দত্তপাড়া এলাকায় এইচ আই এস অ্যাপারেলস লি. নামক প্রতিষ্ঠানে দেড় সহস্রাধিক শ্রমিক কাজ করেন।

গত এপ্রিল মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিকরা বিক্ষুব্ধ ছিলেন। আজ সকাল ৮টায় কাজে আসার পর সব শ্রমিক একযোগে কারখানা থেকে বের হয়ে সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ১০টা ৩০ মিনিটে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রেখেছিলেন। মালিক-শ্রমিক সমঝোতা হলে সকাল সাড়ে ১০টায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। ফলে যানচলাচল স্বাভাবিক হয়।’

আরএ/এসএন


Share this news on: