রাজনৈতিক মিত্র হলেও দুর্নীতি বা ব্যক্তিস্বার্থে কেউ ব্যস্ত থাকলে সমালোচনা করা হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (১৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পরিবেশবান্ধব নগর গঠনে রাজনৈতিক দলগুলোর ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা জানান।
সাকি বলেন, ‘প্রকৃতি উপযোগী উন্নয়ন ভাবনা সাজাতে হবে। পরিবেশ নিয়ে সাধারণ মানুষ সচেতন না হলে রাজনৈতিক দলগুলোও সচেতন হবে না। জনগণ সচেতন হলেই নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাবে পরিবেশ।’
তিনি আরও বলেন, ‘যারা ক্ষমতায় যাবে পরিবেশ রক্ষায় তাদের জবাবদিহিতা করতে হবে। রাজনৈতিক মিত্র হলেও দুর্নীতি বা ব্যক্তিস্বার্থে ব্যস্ত থাকলে সমালোচনা করা হবে।’
প্রকৃতি উপযোগী নগর গড়তে বাংলাদেশের প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি।
চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ব্যক্তিগত লোভ সংবরণ করে রাজনীতিবিদদের বাংলাদেশ গড়ার দিকে মন দেয়ার আহ্বান জানান তিনি।
এসএন