টালিউডের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং শুরু হবে জুন মাসে। কিছুদিন আগে তিনি এই ছবির অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করেছিলেন, যদিও তাতে কিছু পরিবর্তনও এসেছে। নতুন করে ছবির কাস্টে যুক্ত হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়া ছবিতে দেখা যাবে ব্রাত্য বসু, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্নো মিত্রসহ আরও কয়েকজন শিল্পীকে।
এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে ছোটপর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। তার বিপরীতে লক্ষ্মী প্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু জানা গেছে, দর্শনাকে সেই চরিত্রে আর দেখা যাবে না। সৃজিতের সিনেমাতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। নেপথ্যে রয়েছে অন্য একটি কারণও? বলিউড পরিচালক বিক্রম ভাটের নতুন হিন্দি সিনেমায় অভিনয়ের জন্যই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাকে না করে দিলেন দর্শনা?
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দর্শনা বলেন, হিন্দি সিনেমায় অভিনয় করছেন বলে যে সৃজিতের সিনেমায় না করেছেন এটি একেবারেই ঠিক নয়। নায়িকা বলেন, আরও একটি নতুন কাজ শুরু হবে আমার। যে কারণে সময় মেলাতে পারছি না, তারিখের সমস্যা হচ্ছিল। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, তবে এটা আমার একার সিদ্ধান্ত একেবারেই নয়। পরিচালক, প্রযোজনা সংস্থা এবং গোটা টিমের সঙ্গে কথা বলেই যৌথ সিদ্ধান্ত নিয়েছি আমরা।
দর্শনার পরিবর্তে লক্ষ্মী প্রিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি। আরাত্রিকাকে এ মুহূর্তে দর্শক দেখছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।
আরএ/এসএন