স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের ভবিষ্যৎ রক্ষণভাগের জন্য বড় একটি নাম নিশ্চিত করেছে। ইংলিশ ক্লাব বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনকে ২০৩০ সালের জুন পর্যন্ত দলে ভিড়িয়েছে ১৫ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
চুক্তির অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ বোর্নমাউথকে ৫০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ পরিশোধ করেছে। গত রাতে লন্ডনে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই সম্পন্ন হয় সব আনুষ্ঠানিকতা।
মাত্র ২০ বছর বয়সী এই ডিফেন্ডারকে ঘিরে রিয়ালের পরিকল্পনা স্পষ্ট—তাকে ভবিষ্যতের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে গড়ে তোলা। সব কিছু নিশ্চিত হওয়ায় আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের স্কোয়াডেও থাকবেন হুইসেন।
বোর্নমাউথে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে হুইসেনের প্রতি আগ্রহ দেখিয়েছিল ইউরোপের অনেক বড় ক্লাব। তবে শেষ পর্যন্ত দৌড়ে এগিয়ে থাকে এবং জয়ী হয় রিয়াল মাদ্রিদ।
এসএস/এসএন