‘সরকার নির্বাচন দিতে একটু পিছপা হচ্ছে’

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার নির্বাচন দিতে একটু পিছপা হচ্ছে।

শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় রাষ্ট্রকাঠামোর মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দ্রুত নির্বাচনের দাবিও তুলে ধরা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি ধৈর্যশীল দল এবং তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতান্ত্রিক দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করছে।

তিনি বলেন, প্রফেসর ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা তার কাছে অনেক আশা রাখি। ক্ষমতা গ্রহণের নয় মাস পার হলো, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কার প্রয়োজন, তার রূপ রেখা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন। হাসিনার মনোনীত নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোট হবে না। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আমাদের মনে হচ্ছে, নির্বাচন দিতে সরকার যেন একটু পিছপা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকারকে চূর্ণ করবেন না। পাথরের ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে শেখ হাসিনা অপমান করেছেন। তার স্ত্রী ও সন্তানের প্রতি দিনের পর দিন অত্যাচার করেছেন। তবে বিএনপির ধৈর্য কম নয়। আমরা অনেক আন্দোলন করেছি, পরিশ্রম করেছি। কিন্তু এই নয় মাস অতিবাহিত হওয়ার আগেই নির্বাচন আশা করেছিলাম। 

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ May 18, 2025
img
ঢাকার রাজপথে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমেদ May 18, 2025
img
আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানের জয় বাংলাদেশের May 18, 2025
img
করিডর বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান May 18, 2025
img
যুদ্ধবিরতি না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে ঝুঁকতো ভারত-পাকিস্তান: ট্রাম্প May 18, 2025
img
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রার্থী বাংলাদেশ May 18, 2025
img
আইসিইউতে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার May 18, 2025
img
পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান May 17, 2025
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবো: মারিয়া মিম May 17, 2025
ভিয়েতনাম চালু করতে যাচ্ছে ১০ বছরের গোল্ডেন ভিসা May 17, 2025